ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সুনীল-শিল্পার ম্যাজিক, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৯:৫৫, ১৪ মে ২০১৮

‘ধন ধনা ধন’-এ তাঁরা যে এভাবে যাদু ছড়াবেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি কেউ। কিন্তু, ওই রিয়েলিটি শো-এ যখন শিল্পা শিন্দে এবং সুনীল গ্রোভার ‘হাম তুম মোমেন্ট’ তৈরি করলেন, তখন রীতিমত হাঁ হয়ে গেলেন দর্শকরা। বুঝতে পারছেন না তো, কার কথা বলা হচ্ছে?  

সম্প্রতি সুনীল গ্রোভার এবং ‘ভাবিজি’ অর্থাত শিল্পা শিন্দে ওই রিয়েলিটি শোয়ে হাজির হয়ে যেন ‘ম্যাজিক’ করলেন। পা মেলালেন সইফ আলি খানের এবং রানি মুখোপাধ্যায়ের ‘হাম তুম’ সিনেমার একটি গানে। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।  

বিগ বস ১১-এ জয়ী হয়ে বসের ঘর থেকে বেরোনোর পর শিল্পা শিন্দের সঙ্গে হিনা খানের একটি ভিডিও নিয়ে প্রকাশ্যে তোলপাড় শুরু হয়। শিল্পা একটি পর্ন ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয় বলেও পাওয়া যায় খবর। যদিও ওই ভিডিও শিল্পা শিন্দের নয় বলে দাবি করেন টেলিভিশনের ভাবিজি।

পাশাপাশি জনৈক এক মহিলার ছবি আপলোড করে শিল্পা দাবি করেন, পর্ন ভিডিওটি আদতে ওই মহিলারই। যা নিয়ে ফের তোলপাড় শুরু হয়। পর্ন ভিডিওর নাম করে প্রকাশ্যে কোনও মহিলার ছবি আপলোড করা উচিত নয় বলেও দাবি করেন হিনা খানের বয়ফ্রেন্ড রকি জয়সওয়াল।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি