ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শাকিবের ‘বেবি জান’ গানে মজেছে সবাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ১৪ মে ২০১৮ | আপডেট: ২২:০৫, ১৪ মে ২০১৮

শাকিব খানের ‘ভাইজান এল রে’ ছবির ইতিমধ্যে পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। ভক্তরা এখন অপেক্ষা করছে কখন ছবিটি মুক্তি পাবে। পর্দায় দেখতে পাবে তাদের প্রিয় নায়ককে। এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির একটি গান। ‘বেবি জান’ শিরোনামের গানটি প্রকাশ পাওয়ার পর পরই অন্তর্জালে ছড়িয়ে পড়ে। ১২ মে গানটি ইউটিউবে ছাড়া হয়। দুই দিনে গানটি দেখা হয়েছে ১২ লাখ ৩০ হাজার ২০৫ বার।

গানটিতে শাকিব আর তার দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকারে সবাই মুগ্ধ। তাদের নাচ, ভঙ্গি এবং স্টাইলে ভক্তরা ব্যাপক খুশি। যা তাদের মন্তব্যের পাতায় চোখ বুলালে বুঝা যায়। 

‘বেবি জান’ গানটির কোরিওগ্রাফ করেছেন আদিল শেখ। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ এবং অন্তরা মিত্র। গানের কথা লেখার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন দোলান মৈনাক।    

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। আগামী ঈদে ছবিটি মুক্তি দেওয়া প্রক্রিয়া চলছে।    

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি