ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

১ মিলিয়ন ছাড়িয়েছে ‘বঙ্গ বিডি’র সাবস্ক্রাইবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১৪ মে ২০১৮ | আপডেট: ২১:৪৬, ১৪ মে ২০১৮

ইউটিউবে ভিডিও ম্যানেজমেন্ট চ্যানেল বঙ্গ বিডি’র সাবস্ক্রাইবার সম্প্রতি ১০ লাখ ছাড়িয়েছে।

শুধু তাই নয়, বঙ্গ নেটওয়ার্কে রয়েছে ১ কোটিরও বেশি সাবস্ক্রাইবারস, যা ভিডিও প্ল্যাটফর্মে যোগ করেছে এক নতুন মাত্রা।

বঙ্গ-এর কর্ণধার কোম্পানি স্টেলার ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহাদ জানান, ‘বছরের পর বছর ধরে আমরা শ্রোতা, নগদীকরণ এবং YouTube এ কপিরাইট প্রয়োগের ক্রমবর্ধমান চাহিদার উপর দক্ষতা অর্জন করেছি । এখন আমরা আমাদের এই সক্ষমতা কন্টেন্ট সৃষ্টিকারীদের উপকারে ব্যবহার করতে চাই।’

বঙ্গ বিডি’র নেটওয়ার্কে জাজ্ মাল্টিমিডিয়া, স্যালমন দা ব্রাউনফিশ, গান ফ্রেন্ডস, ভাই-ব্রাদার্স, মাছ-রাঙা টিভিসহ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিও রয়েছে।

বর্তমানে বঙ্গ প্রায় ৪-টি দেশে ১৪০-টিরও বেশি চ্যানেল পরিচালনা করছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের সিওও কেরেল কুইপেরি বলেন,‘বঙ্গ চায় গুণমান সম্পন্ন এন্টারটেইনমেন্ট সবার হাতে হাতে পৌঁছে দিতে। ইউটিউবের সাথে আমাদের অংশীদারিত্ব আমাদের সে প্রত্যাশা পূরণে সত্যিই সাহায্য করেছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের গ্রাহকের জন্য শুধু যে কন্টেন্ট প্রযোজনা ও পরিবেশনা করতে চাই তা নয়, সেই সাথে আমরা শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলকে সাফল্য অর্জনের পাশাপাশি আরো ভাল কন্টেন্ট প্রযোজনায় করতে সাহায্য করবো’।

তিনি বলেন, সামনে যখন আমরা গুগলের এর সিঙ্গাপুর অফিস গোল্ডেন প্লে বাটন গ্রহণ করবো তা হবে আমাদের জন্য বড় আনন্দের’।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি