ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজের বিয়ের দিন কোথায় ছিলেন মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ১৫ মে ২০১৮

বাওয়ালি রাজবাড়ি তখন আলোর রোশনাইতে ঢাকা পড়েছে। শাঁখ আর উলুধ্বনিতে গমগম করছে রাজবাড়ি চত্বর। বিয়ের আসরে মাতোয়ারা রাজ আর শুভশ্রী। সেখান থেকে অনেক দূরে ১১ মের দিনটি কাটিয়েছেন মিমি চক্রবর্তী, যিনি একসময়ে ছিলেন রাজের ঘনিষ্ঠ বান্ধবী।

রাজের সঙ্গে মিমির সম্পর্কের কথা সবাই জানেন। সেই রাজ মিমির সম্পর্কে ভেঙে যাওয়ার পর, সামনে আসে রাজ ও শুভশ্রীর সম্পর্কের কথা। জানতে পারা যায়, রাজের সঙ্গে গভীর প্রেমে আবদ্ধ `চ্যালেঞ্জ` গার্ল শুভশ্রী।

এদিকে, এই ত্রিকেণ সম্পর্ক নিয়ে একাধিক বিতর্কিত তথ্যও সামনে এসেছে বার বার। সব পেরিয়ে এদিন রাজকীয় ভাবে বিয়ে করেন রাজ ও শুভশ্রী। অনেকেরই মনে কৌতূহল হয়, সেই দিনটি কোথায় কাটিয়েছেন রাজের `প্রাক্তন` মিমি চক্রবর্তী?

সূত্র: ওয়ানইন্ডিয়া

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি