ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৫১ তে পা দিলেন মাধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৫ মে ২০১৮

বলিউডের সারা জাগানো নায়িকা মাধুরী দীক্ষিত। তার হাসি পাগল করে না, এমন মানুষ কম আছে। দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড কাপাচ্ছেন এ নায়িকা। জীবনের ৫০ টি বসন্ত কবে যে পেরিয়ে গেছে সেটি ব্যস্ততায় হয়তো টেরও পান নি এ সুদর্শনী। আজ তার ৫১ তম জন্মদিন।

এই ডান্স কুইনের জন্য বয়স শুধুই একটি সংখ্যা। দীর্ঘদিন ধরেই এই বলিউড রূপসী তাঁর মনকাড়া হাসি আর লাস্যময় উপস্থিতির মাধ্যমে মাতিয়ে রেখেছেন সিনে দর্শকদের।

প্রতিদিন নিজেকে সবার কাছে আরো সুন্দর আর আনন্দময় করে তোলা এই বলিউড সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা।

১৯৮৪ সালে `অবোধ` ছবির মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন মাধুরী। পারিবারিক কারণে মাঝে মাঝে দু-তিন বছরের বিরতি দিলেও মোটামুটি নিয়মিতই তিনি ছবি করে যাচ্ছেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি `গুলাব গ্যাং` (২০১৪)। আর মুক্তিপ্রত্যাশী ছবির তালিকায় আছে বাকেট লিস্ট, টোটাল ধামাল আর কলঙ্ক।

সূত্র : ডিএনএ

/ এআর / 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি