ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাড়ি পরে নায়িকা ফুটবল খেললেন!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী ফুটবল খেলার জন্য মাঠে নামলেন শাড়ি পরে। সবুজ রংয়ের শাড়ি পরে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। বলছি সাগরিকা ঘাটগের কথা। মাঠে ফুটবল খেলার ভিডিও প্রকাশ্যে আসতেই সেটা ভাইরাল হয়ে যায়।

২০১৭ সালে ক্রিকেটার জাহির খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ‘চক দে গার্ল’ সাগরিকা ঘাটগে। মেহেন্দি থেকে সঙ্গীত, বিয়ে কিংবা রিসেপশন, জাহির-সাগরিকার বিয়ে নিয়েও সরগরম হয়ে ওঠে পুরো মিডিয়া।  

বর্তমানে ‘মনসুন ফুটবল’ নামে একটি সিনেমার প্রমোশনে ব্যস্ত সাগরিকা। ওই সিনেমা উপলক্ষেই ফুটবল পায়ে দেখা যায় সাগরিকার। পরিচালক মিলিন্দ উকে-র হাত ধরেই বিয়ের পর এবার ফের সিলভার স্ক্রিনে কামব্যাক করছেন সাগরিকা।

শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’য় অভিনয় করে সাফল্য পেলেও সাগরিকা ফক্স, মিলে না মিলে হম, রাশ, জি ভর কে জি লে, ইরাদা-র মতো সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া পাঞ্জাবি ও মারাঠি সিনেমাতেও সাগরিকা অভিনয় করেছেন।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি