ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, নেওয়া হলো দিল্লি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৫ মে ২০১৮

‘ডিস্কো ডান্সার’ দিয়ে রুপোলি পর্দায় হাজারো ভক্তের মন মাতিয়েছেন তিনি। ভক্তদের সেই মহাগুরু মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে জানা যায়, `ডান্স ইন্ডিয়া ডান্স`-এর বিচারক মিঠুন পিঠের যন্ত্রণায় কাতর হয়েই ভর্তি হয়েছেন হাসপাতালে।   

সূত্রের খবর, দিল্লিতে এখন চলছে তার চিকিৎসা। কিছুদিন আগেই তিনি পিঠের ব্যথার জেরে সাময়িক বিরতি নেন নিজের কাজ থেকে। পরে আবারও কাজে যোগ দিলে বেড়ে চলে ব্যথা। উটিতে তাঁর বাসভবনের কাছেই একটি হাসপাতালে মিঠুনের চিকিৎসা চলছিল। এমনই দাবি সূত্রের। তবে সেই চিকিৎসায় সেভাবে সুস্থ বোধ না করাতেই দিল্লিতে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী।   

মিঠুনকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার `হাওয়াইজাদে` ছবিতে। এরপর শ্রীদেবীর মৃত্যুর সময় বলি পাড়াতে মিঠুনকে নিয়ে অনেক কথা উঠলেও, কোনো মন্তব্য উঠে আসেনি মিঠুনের তরফে।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের একসময়ে মিঠুনের সঙ্গে শ্রীদেবীর প্রেমের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে বলিউডে। সে ঘটনা ঘিরে আজও বিলউডের অলিতে গলিতে অনেক কথা শুনতে পাওয়া যায়। এদিকে, জানা গিয়েছে চিকিৎসা শেষ হলেই ফের একবার পুরনো ভূমিকায় দেখা যাবে মিঠুনকে।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি