ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভিন্ন লুকে ‘নোয়াখাইল্যা’ বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ১৫ মে ২০১৮

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। এরইমধ্যে সেন্সরে জমা হয়েছে উত্তম আকাশ পরিচালিত ছবিটি। গত রোববার ছবির টিজার প্রকাশ করে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিছু সংলাপ ও কয়েকটি গানের কিছু কিছু অংশ নিয়ে সাজানো হয়েছে ১ মিনিট ৪৪ সেকেন্ড ব্যাপ্তির টিজারটি। টিজারে শাকিব খানের পাশাপাশি ভিন্ন এক বুবলীকে দেখা গেল।

আগের ছবিগুলোতে এমনভাবে দেখা যায়নি ঢালিউডের এ অভিনেত্রীকে। চলচ্চিত্রটিতে নাচ-গানে বেশ জমজমাট হয়েই দেখা দিলেন চিত্রনায়িকা বুবলী। এ ছবির সংলাপে বুবলীকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যায়। মজার ব্যাপার হলো, ঢাকায় বেড়ে উঠলেও এই অভিনেত্রীর পিতৃপুরুষের ভিটাও নোয়াখালিতে। তাই এই কঠিন ভাষা রপ্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। এ ছাড়া ভিন্ন লুকে এবার দর্শক বড়পর্দায় এ ছবিতে তাকে দেখতে পাবেন। টিজারের শুরুতেই শাকিব খানকে দেখা যায় বলিউডের ‘কৃশ’ ছবির হৃতিক রোশানের মতো মুখোশ পরে অ্যাকশন দৃশ্যে মারামারি করছেন।

ছবিটি নিয়ে বুবলী বলেন, এ ছবির কাজটি করে ভালো লেগেছে। আর টিজারটি প্রকাশের পর বেশ সাড়াও পাওয়া যাচ্ছে। দেশের বাইরে ছবির গানগুলোর দৃশ্যধারণ হয়েছে। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।

ছবির পরিচালক উত্তম আকাশ জানান, কমেডিকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে। ঈদের সময় দর্শক আনন্দ করতে চায়, এই ছবিটি দেখে পরিপূর্ণ আনন্দ পাবে।

এর আগে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনীত ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’ ও ‘অহংকার’ নামের চারটি ছবি মুক্তি পেয়েছে। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির বাইরে আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবিতেও কাজ করেছেন বুবলী। এ ছবিতেও তার নায়ক হিসেবে দেখা যাবে শাকিব খানকে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াত প্রমুখ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি