ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কানের জন্য মধুচন্দ্রিমা বিসর্জন সোনমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৫ মে ২০১৮

বিয়ের পর নিজের মধুচন্দ্রিমাকে বিসর্জন দিলেন বলিউড তারকা সোনম কাপুর। কারণ বিয়ে সেরে তড়িঘড়ি করেই কানে পৌঁছাতে হলো তাকে। ৭১তম কান চলচ্চিত্র উৎসবে বলিউড তারকাদের মধ্যে সবার শেষে অংশ নিলেন তিনি।

ভক্তদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ ছিল প্রবল। অবশেষে গতকাল সোমবার রাতে কানের লালগালিচায় দেখা গেল সোনম কাপুরকে। বিয়ের পর কানে এটাই সোনমের প্রথম উপস্থিতি। আজ মঙ্গলবারও কানের লালগালিচায় দেখা যাবে তাকে।

সেখানে সোনমকে দেখা গেছে রালফ অ্যান্ড রুশোর নকশা করা সাদা রঙের লেহেঙ্গায়। এ ছাড়া চুলের রঙের সঙ্গে মিলিয়ে চোপার্ড ব্র্যান্ডের কানের দুল পরেছিলেন এ বলিউড তারকা। এবারের আসরে সোনমের স্টাইলিস্ট হিসেবে রয়েছে তার বোন রেহা কাপুর। আর সোনমের যাবতীয় প্রসাধনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডিপ কেইলে। এ নিয়ে অষ্টমবারের মতো কানে পা রাখলেন বলিউডের এ অভিনেত্রী।

সূত্র: বলিউডলাইফ ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি