ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

উঁচু হিল খুলে খালি পায়ে লালগালিচায় ক্রিস্টেন স্টুয়ার্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৬ মে ২০১৮

কান উৎসব জমে উঠেছে। লালগালিচায় হাটছেন তারকারা। নারীদের পায়ে উঁচু হিল থাকতেই হবে, এমন একটা অঘোষিত নিয়ম আছে এ উৎসবে। বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনের ৭১তম আসরে সেই ফ্যাশন নীতিকে বিদ্রুপ করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। উঁচু হিল খুলে খালি পায়ে কানের লালগালিচায় হাঁটলেন তিনি।
স্পাইক লি পরিচালিত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে হচ্ছিল লালগালিচার অনুষ্ঠান। তখন ফরাসি ফ্যাশন প্রতিষ্ঠান ক্রিশ্চিয়ান লুবুটিনের কালো হিল পরে এসেছিলেন ক্রিস্টেন। তবে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সিঁড়িতে পা রাখার আগে জুতা খুলে ফেলেন তিনি। এরপর খালি পায়ে এগিয়েছেন। যদিও অভিনেত্রী এমন কাণ্ড ঘটাবেন তা আঁচ করতে পারেননি কেউ।

উৎসবটির এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ১০ বিচারকের একজন ক্রিস্টেন স্টুয়ার্ট। লালগালিচায় পোশাকের ঝলকানি দেখিয়ে সবার মনোযোগ কাড়তে তার জুড়ি নেই।
উল্লেখ্য, কানকে সাম্প্রতিক বছরে যেসব কারণে খোঁটা দেওয়া হয়েছে উঁচু হিল সেগুলোর একটি। এ নিয়ে একটা চাপা বিতর্ক আছেই। ২০১৫ সালে উঁচু হিল না পরার কারণে লালগালিচায় বেশ কয়েকজন নারীকে ঢুকতে দেননি নিরাপত্তা কর্মীরা। কারণ ফ্ল্যাট জুতা নাকি নিষিদ্ধ।

এ কারণে তখন ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট বলেন, ‘এই নিষেধাজ্ঞা খুবই হতাশাজনক। প্রত্যেকেই ফ্ল্যাট জুতা পরতে পারে। আমাদেরকে উঁচু হিল পরতেই হবে, এমন নিয়ম থাকা ঠিক নয়।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি