ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফটোশুটে ভিন্ন লুকে মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মিম। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে দেশের অন্যতম ফ্যাশন হাউস আর্টরেসের ফটোশুট করলেন এই অভিনেত্রী। ফ্যাশন হাউসটির এক্সক্লুসভি কালকেশন ফটোশুটে আরও অংশ নেন মডেল রাহা তানহা খান, খালেদ সুজন, রাজ ম্যানিয়ার, ও দিল্লীর শায়না সিং।
ঈদ কালকেশানরে এ ফটোশ্যুটে ছবি তুলছেনে দেশেরে অন্যতম ফটোগ্রাফার রফিকুল ইসলাম র‍্যাফ। ফটোশুটে স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ফ্যশন মডেলদের আইকন সানজিদা হক আরফেনি লুনা। ফটোশুটে এ সময় আরও উপস্থতি ছিলেন আর্টরেসের ডিরেক্টর এন জামান রুবেল ও জোবায়ের মোর্শেদ।
আর্টরেসের ঈদ কালকেশান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাইফ চৌধুরী বলনে, আর্টরেস তারুণ্যরে সর্বশেষ ফ্যাশন ট্রন্ডেকে তুলে আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, খুব বেশি দিন হয়নি আমাদের পথ চলার। তবে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে তরুণ-তরুণীদরে কাছে যুগোপযোগী ফ্যাশন পৌঁছে দিতে বদ্ধপরিকর।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি