ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাকিটা জীবন যার সঙ্গে কাটাতে চান স্বস্তিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৬ মে ২০১৮

অনেকদিন আগে বৈবাহিক সম্পর্কের ইতি হয়েছে স্বস্তিকার। এরপর বিভিন্ন সময় নাম জড়িয়েছে অনেকের সঙ্গে। কিন্তু কখনও সম্পর্ক নিয়ে এতটা খোলামেলা কথা বলেননি তিনি। সম্প্রতি তিনি তার টুইটারে লিখেছে মনের কথা।
বিগত সাত বছর ধরে টালিপাড়ায় বন্ধুত্বের রূপকথা লিখেছেন তিনি।
if a friendship lasts more than 7 years, it lasts forever. You are stuck with me f.o.r.e.v.e.r my friend ❤????@parnomittra pic.twitter.com/g9x29yzOLc
— Swastika Mukherjee (@swastika24) May 15, 2018
আজ থেকে সাত বছর আগে স্বাস্তিকার সঙ্গে পরিচয় হয়ে পার্নোর। শুরু হয় বন্ধুত্বের। যা এখনও অটুট রয়েছে। তাসের ঘরের মতো যেখানে নিত্যদিন ভালোবাসার সম্পর্ক ভেঙে পড়ছে, সেখানে এতোগুলো বছর কাটিয়ে দিলেন তারা।আর এ নিয় নায়িকা লিখেছেন, ‘যদি কোনও বন্ধুত্ব সাত বছর টিকে যায়। তাহলে বুঝতে হবে সারা জীবনের জন্য এই বন্ধুত্ব। তুমি সারা জীবন আমার সঙ্গে জড়িয়ে থাকবে।’
উল্লেখ্য, ২০১৩ সালে ‘মি অ্যান্ড মাই গার্লফ্রেন্ডস’ সিনেমাতে প্রথমবার একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছিলেন এই দু’তারকা। তারপর ‘মাছ মিষ্টি মোর’। শেষে প্রতীম ডি গুপ্তার ‘সাহেব বিবি গোলামে’ দেখা গিয়েছে তাঁদের।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি