ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

(দেখুন ভিডিও)

অভিনেতা ইন্দ্র কুমারের মৃত্যু নিয়ে নতুন রহস্য!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

২০১৭ সালের কথা। সেই বছর ২৮ জুলাই মারা যান অভিনেতা ইন্দ্র কুমার। ওই সময় জানা যায় অতিরিক্ত মদ পানের জন্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। কিন্তু এবার উঠে এলো নতুন তথ্য। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার একটি ভিডিও। যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। যে ভিডিও ঘিরে মত্যু রহস্য ঘনীভূত হচ্ছে।
শুধু তাই নয়, ভিডিওতে নিজেই নিজের মৃত্যুর কথা বলেছেন তিনি। তাই ইন্দ্র কুমারের মৃত্যু স্বাভাবিক নাকি আত্মহত্যা, তা নিয়েও উঠছে প্রশ্ন।
ভিডিওতে দেখা যাচ্ছে, মদের বোতল হাতে কাঁদতে কাঁদতে অবসাদগ্রস্ত ইন্দ্র ভেঙে পড়েছেন। নিজেই বলছেন, ‘আত্মহত্যা করতে যাচ্ছি। অনেক দূরে যাচ্ছি।’
অভিনয় করতে এসেও, কাজের প্রতি নিষ্ঠা না দেখিয়ে এক সময়ে ফুর্তির জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিলেন। তার জেরে আজ মদের বোতল হাতে এই অবস্থা। এই ভাবেই ওই ভিডিও-তে নিজেই নিজেকে দায়ী করছেন প্রয়াত এই অভিনেতা।
মদ পান করতে করতে নিজের মা ও ভাইয়ের কথাও বলেন তিনি। শেষে ভিডিও-তে মা ও ভাইয়ের উদ্দেশে আবেগপ্রবণ ইন্দ্র বলেন, ‘ক্ষমা করে দিও। আমি চেয়েও এখন আর কিছু করতে পারব না।’

উল্লেখ্য, ‘১৯৯৬ সালে ‘মাসুম’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি।

সূত্র : এবেলা

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি