ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চরম উত্তেজনার ট্রেলার প্রকাশ

সালমানের ঈদ উপহার ‘রেস ৩’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১৬ মে ২০১৮ | আপডেট: ১৪:১৬, ১৬ মে ২০১৮

নতুন মোড়কে আসছে রেস ফ্র্যাঞ্চাইজি। এ বছর ঈদে সালমান খানের উপহার ‘রেস ৩’। টিপস ফিল্মস-এর হাত থেকে এই অ্যাকশন-ফ্র্যাঞ্চাইজি এখন গিয়েছে সালমান খান ফিল্মস-এর হাতে। আব্বাস-মাস্তান নয়, ‘রেস ৩’-এর পরিচালক রেমো ডিসুজা। আগামী ১৫ জুন মুক্তি পাবে সিনেমাটি।
রেমো এবং সালমান জুটি যে সম্পূর্ণ মেকওভার ঘটাতে চলেছে এই সিরিজের তার জলজ্যান্ত প্রমাণ ‘রেস ৩’ ট্রেলার। রেস-অ্যাডভেঞ্চার সিনেমা হিসেবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এখন একটি মাইলস্টোন। নতুন এই বলিউড সিনেমার ট্রেলার বলে দিলো, যে সেই মাইলস্টোনকেই ছুঁতে চায় এই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।  
এই তৃতীয় সিনেমাতে যে অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে সেগুলো আগের সিনেমাগুলোর থেকে অনেক বেশি শিহরণ জাগানো। রেসের মূল আকর্ষণ অবশ্যই সালমান খান কিন্তু এই সিনেমাতে ববি দেওল, অনিল কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ ও ডেইজি শাহ-এর অ্যাকশন দর্শক টানবে। তার প্রমাণ, ট্রেলার মুক্তির দু’ঘণ্টার মধ্যেই ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ৭০ লক্ষ।

দেখে নিন নতুন এই সিনেমার ট্রেলার—  

 

সূত্র : এবেলো

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি