ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রদ্ধাকেই বিয়ে করছেন প্রভাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ১৬ মে ২০১৮ | আপডেট: ২১:৪২, ১৬ মে ২০১৮

ভারতীয় ইতিহাসে সফল চলচ্চিত্র বাহুবলির নায়ক প্রভাসের বিয়ে নিয়ে চলছে নানা গুঞ্জন। আর সেই গুঞ্জনে শুরুতে যুক্ত হয়েছিলো আনুশকা শেট্টির নাম। আর এবার শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের নাম। যখন থেকে প্রভাসের ‘সাহো’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা, তখন থেকেই ধীরে ধীরে দানা বাঁধছে আর কাউকেই নাকি নয়, শ্রদ্ধা কাপুরকে বিয়ে করতে চলেছেন প্রভাস! আবার সেই গুঞ্জনেই এবার বারুদ দিলেন খোদ শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর। তবে সোজাসুজি নয়, হালকা করে ইশারা দিলেন শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে। 

সম্প্রতি এক অনুষ্ঠানে শক্তি কাপুর জানান, শ্রদ্ধা আপাতত ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছে। তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই। তবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি। শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নেবে।  

প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় `সাহো`র শুটিং ফ্লোর থেকেই। তবে এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা প্রভাস কেউই।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি