ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রদ্ধার বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা শক্তি কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৭ মে ২০১৮ | আপডেট: ১১:০৩, ১৭ মে ২০১৮

চারিদিকে বিয়ের ধুম পড়েছে। বলিউড টালিউড সব পাড়াতে সানাই বাজছে। টালিউডে শুভশ্রী এবং বলিউডে সোনমের রাজকীয় বিয়ে দেখেছে সবাই। এখন দৃষ্টি দীপিকার দিকে। এ বছরের প্রথম দিক থেকেই বলিউডে ছড়িয়েছে দীপিকা-রণবীরের বিয়ের গুঞ্জন। চলতি বছরের শেষের দিকেই নাকি বিয়ে করতে যাচ্ছেন ‘রামলীলা’ জুটি। তবে সেই গুঞ্জন ছাপিয়ে শিরোনামে উঠে এলো আরও এক বলিউড তারকা। গুঞ্জন রটেছে বিয়ে করতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর।
সম্প্রতি অভিনেত্রীর বাবার মন্তব্য সারা ফেলে দিয়েছে চারিদিকে। এক সাক্ষাৎকারে শক্তি কাপুর বলেন, ‘নিজের পছন্দের মানুষকেই বিয়ে করতে পারে শ্রদ্ধা৷’

সম্প্রতি অভিনেতা শক্তি কাপুর নিজের মেয়ের বিয়ের পরিকল্পনার বিষয় খোলাখুলি কথা বলেন মিডিয়ার সঙ্গে।

তিনি জানান, ‘প্রত্যেক বাবাই চায় তার মেয়ের বিয়ে কোন ভালো পুরুষের সঙ্গে হোক। ভালো পরিবারে হোক। কিন্তু আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে আমি বলব, আমাদের অর্থাৎ অভিভাবকদের নিজেদের সন্তানদের একটু স্বাধীনতা দেওয়া উচিত। নিজের জীবনসঙ্গীকে বেছে নেওয়ার দায়িত্বটা তাদের ওপরেই ছাডা় দরকার।’

এরপরই তিনি তার ইচ্ছার সম্বন্ধে বললেন, ‘এখন শ্রদ্ধা নিজের ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত। ও যখনই আমাদের সঙ্গে বিয়ের প্ল্যান নিয়ে আলোচনা করবে, আমরা জানিয়ে দেব যে ওর যাকে পছন্দ ও তাকেই বিয়ে করতে পারে। এতে কোনও নিষেধাজ্ঞা নেই।’
আপাতত নায়িকা তার আপকামিং প্রজেক্ট ‘সাহু’ নিয়ে ব্যস্ত। প্রভাসের বিপরীতে অভিনয় করবেন এই অ্যাকশন-থ্রিলার ফিল্মে। পাশাপাশি সাইনা নেহওয়ালের বায়োপিকে হায়দ্রাবাদে নিজের ট্রেনিংও চালিয়ে যাচ্ছেন তিনি। এই দু’টি সিনেমার কাজ শেষ হলে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘স্ত্রী’ সিনেমার প্রস্তুতি নেবেন শ্রদ্ধা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি