ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমিরের ‘মহাভারতে’ কৃষ্ণ হচ্ছেন সালমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

এবার কৃষ্ণ হচ্ছেন সালমান খান! শোনা যাচ্ছে, ‘মহাভারতে’ নাকি এবার কৃষ্ণের চরিত্রে অভিনয় করবেন বলিউড ‘ভাইজান’।
জানা যাচ্ছে, মুকেশ আম্বানি এবং আমির খানের ‘মহাভারতে’ প্রথমে কৃষ্ণের চরিত্রে অভনয় করার কথা ছিল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। সেই অনুযায়ী বলিউডে কানাঘুষোও শুরু হয়। কিন্তু, বর্তমানে সব উল্টে যাচ্ছে। আমির খানের ‘মহাভারত’-এ এবার কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে।
যদিও, সালমান খান কিংবা আমির খানের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে আমির খান কর্ণের চরিত্রে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ১০০০ কোটির ‘মহাভারত’ নিয়ে অমিতাভ বাচ্চনের সঙ্গেও কথা বলা হয়েছে। অর্থাৎ বলিউডের অন্যতম বড় প্রজেক্টে বগ বি-কে ধৃতরাষ্ট্রের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
তবে ‘মহাভারত’-এ যদি সালমান খানকে কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে দেখা যায়, তাহলে ২৪ বছর পর বলিউডের এই দুই মেগাস্টারকে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ১৯৯৪ সালে ‘আন্দাজ আপনা আপনা’-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল আমির খান এবং সালমান খান-কে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি