ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ দিনেই আলিয়ার ‘রাজি’ আয় করেছে ৫০ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তির কয়েক দিনের মধ্যেই ৫০ কোটির ব্যবসা করে ফেলল ‘রাজি’। গত শুক্রবার মুক্তি পায় পরিচালক মেঘনা গুলজারের সিনেমা ‘রাজি’। মুক্তির পর মাত্র পাঁচ দিনের মধ্যেই ৫০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি।

আলিয়া ভাট এবং বিকি কৌশল অভিনীত সিনেমা ‘রাজি’ হরিন্দর শিক্কার উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। এক কাশ্মীরি কন্যা কীভাবে বিয়ের পর পাকিস্তানে গিয়ে ভারতীয় গোয়ান্দা চর হয়ে ওঠেন, সেই গল্পই বলা হয়েছে সিনেমাটিতে। সেহমত খানের জীবনের সত্যি ঘটনা অবলম্বনেই মেঘনা গুলজার তৈরি করেছেন ‘রাজি’।
এ বিষয়ে আলিয়া ভাট বলেন, ‘রাজি’ বেশ কম বাজেটের একটি সিনেমা। কিন্তু, সেই সিনেমা দেখে যখন মানুষের চোখে জল আসছে, সেই অনুভূতি অন্যরকম। তার সিনেমা দেখে মানুষের চোখে জল এলে, সেটা তার দেখতে ভালো লাগে বলেও মন্তব্য করেন আলিয়া।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি