ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের সাজা কমানোর বিষয়টি এখনও আদালতের বিচারের অধীন। এই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের সাজা পান বলিউড ‘সুলতান’ সালমান খান। জনপুর আদালতের সাজার নির্দেশের জেরে কিছুদিন আগেই দু’রাত জেলে কাটিয়েছেন সালমান। এরপর জামিনে মুক্তি পান ভাইজান। এবার সেই মামলায় সাজা নিয়েই মুখ খুললেন সালমান খান।
সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের ‘রেস থ্রি’ সিনেমার ট্রেলার। সেই ট্রেলার লঞ্চ ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন ৫২ বছর বয়সি এই অভিনেতা। সেখানেই সালমানকে জিজ্ঞাসা করা হয়, যে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা চলাকালীন কি চিন্তিত ছিলেন তিনি?

কারণ, তার ওপর বিনিয়োগ করা রয়েছে বহু কোটি টাকা। বিষয়টি নিয়ে সালমানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। উত্তরে সালমান বলেন, ‘আপনার কি মনে হয় আমি সারা জীবনের জন্য সেখানে চলে যাচ্ছি (জেলে)!’ খানিকটা নেতিবাচক ভঙ্গিতে সালমান সেই সাংবাদিককে বলেন, ‘ধন্যবাদ, কারণ আমি চিন্তিত ছিলাম।’
সালমানের এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় বলিউড সুলতানের ‘তেজ’। তার সাজা কমানোর আবেদনের মামলা জোধপুর কোর্টে চললেও, তা নিয়ে তিনি মন্তব্য করতে পিছপা হন না।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি