ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

শুভশ্রী এখন মিসেস চক্রবর্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১৭ মে ২০১৮

মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে। পরিচালক-অভিনেত্রীর সম্পর্ককে ছাঁপিয়ে এখন তারা স্বামী-স্ত্রী। বাওয়ালি রাজবাড়িকে সাক্ষী রেখে রাজ-শুভশ্রীর চার হাত এক হয়েছে হিন্দু আচার অনুষ্ঠান মেনে। এদিকে সোশ্যাল মিডিয়ায় নানান আপডেট নিয়ে হাজির হচ্ছেন রাজ-শুভশ্রী। সম্প্রতি বিয়ের পর প্রথম সেলফি পোস্ট করে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছেন শুভশ্রী।
তারকাদের বিয়ের পর তাদের বিভিন্ন আপডেট পেতে আগ্রহী থাকেন মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। ভক্তদের চমক দিয়ে নববধূর সাজে সেলফি পোস্ট করে তাক লাগিয়ে দিলেন শুভশ্রী।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিসেস রাজ চক্রবর্তী।’

মিসেস রাজ চক্রবর্তীর নো মেক আপ লুক যে অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে তার প্রমাণ পোস্টের লাইকস আর কমেন্টস দেখলেই বোঝা যায়।
খোলা চুল, সুতির শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর আর কপালে ছোট্ট লাল টিপ। বঙ্গ তনয়ার এই বাঙালি বধূর রূপে মুগ্ধ হয়েছে সবাই। বিয়ের পর যে কটা দিন ছুটি পেয়েছেন, একেবারে জমিয়ে কাটাচ্ছেন নায়িকা। কখনও রাজ নিজের গৃহিনীর ছবি আপলোড করছেন তো কখনও মিসেস চক্রবর্তী।

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি