ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

নাচে-গানে সালমান শাহকে ফিরিয়ে আনলেন সিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ১৭ মে ২০১৮

জাজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘পোড়ামন ২’ ছবির প্রথম গান ‘নাম্বার ওয়ান হিরো’। আজ বৃহস্পতিবার সকালে এই গানটি প্রকাশ করা হয়। গানটি সালমান শাহকে উৎসর্গ করা তৈরি করা হয়েছে।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। গানটিতে কন্ঠও দেন আকাশ সেন নিজেই। গানের নৃত্য পরিচালনা করেছেন কলকাতার জয়েশ।

নব্বই দশকে বাংলা চলচ্চিত্রকে মাতিয়ে তোলা চিত্রনায়ক সালমান শাহকে নতুন করে ছড়িয়ে দিতে চাইলেন যেন তরুণ নির্মাতা রায়হান রাফি। অভিনেতা সিয়ামকে দিয়ে তিনি ফিরিয়ে আনার চেষ্টা করলেন তার সেই নাচ-গান, সাজ-স্টাইল।

গানটি প্রকাশের পর থেকে অনেক শুভেচ্ছা ও প্রশংসা পাচ্ছেন উল্লেখ করে সিয়াম বলেন, গানটি প্রকাশের পর থেকে অনেকেই ফোনে মেসেজে শুভকামনা জানাচ্ছেন। আমি সত্যিই মুগ্ধ। তাদের এত এত কম্প্লিমেন্টে আমি বাকরুদ্ধ। আমি জানি না কতটুকু করতে পেরেছি তবে সবার প্রশংসায় মনে হচ্ছে হয়তো আমি কিছু করতে পেরেছি।’

আসছে ঈদেই ‘পোড়ামন-২’ ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি