ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার মুখোমুখি সঞ্জয়-রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ১৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

যশরাজ ফিল্মস এর সৌজন্যে সিনেমাতে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় দত্ত এবং রণবীর কাপুর। ঢালাও অ্যাকশন দিয়ে কাহিনি তৈরি করেছেন পরিচালক করণ মলহোত্রা। যে গল্পের ভিলেনই হিরো।

ছবির নাম ‘শমশেরা’। নাম-ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। পরিচালকের কথায়, ” আমার শমশের খুব ভয়ঙ্কর ও সাহসী ভিলেন। তাই ওর বিপরীতে যে ভিলেন থাকবে, তাকেও ততটাই খতরনাক হতে হবে। আর সেক্ষেত্রে সঞ্জয় দত্ত ছাড়া ভালো আর কে হতে পারে।

এদিকে ‘শমশেরা’-এর অফার পেয়ে আবেগে ভাসছে মুন্নাভাই। তিনি বলেন, ” আমার বাবার সঙ্গে যশ অ্যাঙ্কেলের খুব ভালো সম্পর্ক ছিল। এই প্রথম ওনার ব্যানারে কাজ করার সুযোগ আমি পেয়েছে। যা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত”।

করণ মলহোত্রার সঙ্গে এটি সঞ্জয়ের দ্বিতীয় সিনেমা। তবে রণবীরের সঙ্গে এই প্রথম। তাছাড়া মিস্টার দত্ত সাহেব বলেন, ” রণবীরের সঙ্গে আমার একসঙ্গে অভিনয়, সত্যি দারুণ আইডিয়া।”

রণবীর-সঞ্জয় দত্ত ছাড়া এ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বানী কাপুর। আপাতত জমিয়ে চলছে শ্যুটিং পর্ব। সব ঠিকঠাক থাকলে এবছরই পর্দাজুড়ে মুক্তি পাবে ‘শমশেরা’।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি