ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও প্রিয়ার চোখে হারিয়ে গেল রউফ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৯ মে ২০১৮ | আপডেট: ০৮:৫৯, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

চোখের মায়াজালে মুগ্ধ করেছিলেন প্রিয়া। ঝড় তুলেছিলেন অসংখ্য তরুণের হৃদয়ে। দক্ষিণী সিনেমা ‘ওরু আদার লাভ’র ‘মানিক্য মালারায়া পুভি’ গানে প্রিয়া প্রকাশের চোখের জাদুতে ডুবে ছিলেন অনেকেই। নতুন খবর হচ্ছে- আবারও একবার প্রিয়া জাদু ছড়িয়েছেন ইন্টারেনেট দুনিয়ায়। ‘ওরু আদার লাভ’ সিনেমার নির্মাতারা প্রকাশ করেছেন একটি ১ মিনিটের মিউজিক্যাল টিজার ‘মুন্নালে পুন্নালে’। যেখানে আবারও একবার মন মজিয়েছে প্রিয়া প্রকাশ ও রোশন আব্দুল রউফের রসায়ন।
‘মুন্নালে পুন্নালে’ গানটির কথা লিখেছেন পারলে মানে, সুর দিয়েছেন শান রেহমান।

প্রসঙ্গত, ‘ওরু আদর লাভ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এবছরই সেপ্টেম্বরে। এটি মালায়লম ছাড়াও তামিল ও হিন্দিতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সিনেমা মুক্তির আগেই প্রিয়া প্রকাশের জনপ্রিয়তা পৌছে গেছে আকাশ চুম্বী।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি