ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আবারও প্রিয়ার চোখে হারিয়ে গেল রউফ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৯ মে ২০১৮ | আপডেট: ০৮:৫৯, ১৯ মে ২০১৮

চোখের মায়াজালে মুগ্ধ করেছিলেন প্রিয়া। ঝড় তুলেছিলেন অসংখ্য তরুণের হৃদয়ে। দক্ষিণী সিনেমা ‘ওরু আদার লাভ’র ‘মানিক্য মালারায়া পুভি’ গানে প্রিয়া প্রকাশের চোখের জাদুতে ডুবে ছিলেন অনেকেই। নতুন খবর হচ্ছে- আবারও একবার প্রিয়া জাদু ছড়িয়েছেন ইন্টারেনেট দুনিয়ায়। ‘ওরু আদার লাভ’ সিনেমার নির্মাতারা প্রকাশ করেছেন একটি ১ মিনিটের মিউজিক্যাল টিজার ‘মুন্নালে পুন্নালে’। যেখানে আবারও একবার মন মজিয়েছে প্রিয়া প্রকাশ ও রোশন আব্দুল রউফের রসায়ন।
‘মুন্নালে পুন্নালে’ গানটির কথা লিখেছেন পারলে মানে, সুর দিয়েছেন শান রেহমান।

প্রসঙ্গত, ‘ওরু আদর লাভ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এবছরই সেপ্টেম্বরে। এটি মালায়লম ছাড়াও তামিল ও হিন্দিতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সিনেমা মুক্তির আগেই প্রিয়া প্রকাশের জনপ্রিয়তা পৌছে গেছে আকাশ চুম্বী।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি