ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীদেবীর মৃত্যু পরিকল্পনা মাফিকই করা হয়েছিল। আবারও এমন দাবি তুললেন ভারতের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বেদ ভূষণ। যিনি কিনা দিল্লিতে এক প্রাইভেট গোয়েন্দা সংস্থা চালাতেন।
এক সাক্ষাৎকারে বেদ ভূষণ জানান, ‘এটা খুব সোজা যে একজনকে বাথটাবের মধ্যে ডুবিয়ে যতক্ষণ না তার শ্বাস বন্ধ হয়ে যায় এবং এক্ষেত্রে অপরাধী অনেকসময় সেভাবে কোনও প্রমাণও রাখে না। এটাকে দুর্ঘটনা হিসাবেই তুলে ধরা হয়। অথচ পরিকল্পনা মাফিকই খুন করা হয়। শ্রীদেবীর ক্ষেত্রেও এমনটাই ঘটেছে।’
প্রাক্তন ওই পুলিশ কর্মকর্তা বেদ ভূষণ আরও বলেন, শ্রীদেবীর মৃত্যুর পর তিনিও ‘জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার’-এ গিয়েছিলেন তদন্তের স্বার্থে। অথচ তাকে শ্রীদেবীর সেই ঘরে ঢুকতেই দেওয়া হয়নি। তবে শ্রীদেবী যে ঘরে ছিলেন তার পাশের ঘরটায় তিনি থাকার ব্যবস্থা করেন এবং শ্রীদেবীর মৃত্যু পরবর্তীকালে সমস্ত ঘটনা পর্যবেক্ষণের চেষ্টা করেন। তখনই অনেক অসামঞ্জস্যপূর্ণ বেশকিছু ঘটনা তার চোখে পড়ে এবং তার মনে হয় শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয়। কিছু একটা লুকোনো হচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে এই দাবি তুলেছিলেন পরিচালক সুনীল সিং। সুনীল সিংয়ের প্রশ্ন ছিল, শ্রীদেবী উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।  আর বাথটাবটি ছিল ৫ ফুটের। তাহলে কীভাবে তিনি বাথটাবে ডুবে মারা যান? পাশপাশি, সুনীল সিংয়ের আইনজীবী বিকাশ সিং এ দাবি করেন। শ্রীদেবীর নামে ওম্যামে ২৪০ কোটি টাকার একটা ইন্সুরেন্স ছিল, যে টাকাটা কিনা তিনি একমাত্র দুবাইতে মারা গেলেই তার পরিবার পেতে পারত। আর শ্রীদেবী দুবাইতেই মারা গিয়েছেন। তাই অভিনেত্রীর মৃত্যুতে রহস্য রয়েই যাচ্ছে।
পাশপাশি পরিচালক সুনীল সিং দাবি করেছিলেন তিনি তার আইনি পরামর্শদাতার সঙ্গে দুবাইয়ের ওই হোটেলে গিয়ে অভিনেত্রীর মৃত্যুতে একাধিক অসঙ্গতি পেয়েছেন। এনিয়ে সুনীল সিং প্রথমে দিল্লি হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও পুনরায় তদন্তের আবেদন করেন সুনীল সিং। যদিও দিল্লি হাইকোর্ট ও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি