ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

অষ্টমঙ্গলায় গেলেন ‘রাজশ্রী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১৯ মে ২০১৮

বিয়ে-বৌভাতের পর্ব শেষ। অষ্টমঙ্গলায় বাড়ি গেলেন শুভশ্রী। সবুজ শাড়ি, গা ভর্তি গয়না, মাথায় চওড়া সিঁদুর, কপালে টিপ নতুন বউয়ের বেশে সেজেছেন অভিনেত্রী। গতকাল সকাল সকাল তিনি পৌঁছে যান বর্ধমানে। নিজের শৈশব কাটানো বাড়িতে।
বর্ধমানে রেনেসাঁ টাউনশিপের সিনক্লেয়ারস টুরিস্ট রিসর্টে থাকার ব্যবস্থা হয়েছে মেয়ে জামাইয়ের। সেখানে উপস্থিত হতেই শুরু হয় আচার-অনুষ্ঠান। খুলে দেন একে-অপরের হাতের সুতা। হাতে পরলেন শাখা। নানান স্ত্রী আচারের মধ্যে দিয়ে শেষ হয় অষ্টমঙ্গলার নিয়ম।

জানা গেছে, আজ মেয়ে-জামাইয়ের জন্য রাখা হয়েছে শুভচণ্ডী পুজা। এদিকে গতকাল আত্মীয়স্বজন নিয়ে একটি রিসেপশন পার্টির ব্যবস্থা করা হয় বর্ধমানে। আসলে সেদিন নবদম্পতিকে নিয়ে পরিবারের লোকজনের হই হুল্লোড়ের পালা। তাছাড়া এদিন শুভশ্রীর প্রিয় আতসবাজি প্রদর্শনীও ছিল।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি