ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাধুরীর গানে নেচে বিতর্কে জ্যাকুলিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

মাধুরীর সুপারহিট ‘এক দো তিন গানের রিমেকে নেচে বিতর্কের জন্ম দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউড সুপারস্টার সালমান খান ও অনিল কাপুররা জ্যাকুলিনের প্রশংসা করলেও এটাকে জঘন্য বলছেন ‘তেজাব সিনেমার পরিচালক এন. চন্দ্র। ওই সিনেমাতে প্রথম এই গানটিতে নেচেছিলন মাধুরী দীক্ষিত। আর ‘বাগী ২ সিনেমার জন্য এই গানে নাচতে দেখা গেছে জ্যাকুলিনকে।

এ বিষয়ে মাধুরী বলেন, জ্যাকুলিন আমার খুবই পছন্দের অভিনেত্রী। জ্যাকলিনকে আমার খুব ভালো লাগে। সে মিষ্টি একটা মেয়ে। তার নাচও খুব ভালো লাগে।

‘তেজাব’ সিনেমার গানের রিমেক নিয়ে বিতর্ক সম্পর্কে মাধুরী বলেছেন, আসলে অনেকেরই মূল গানটির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। তাই কোনো কোনো ব্যক্তি রিমেক দেখতে চান না। এ জন্য নির্মাতাদের দায়ী করা যায় না। জ্যাকুলিন যেভাবে নেচেছে, তাতে তাকে ভালোই লেগেছে।

উল্লেখ্য, বয়সে মাধুরী অনেকটা পথ হেঁটেছেন। তবে এখনও অনেক তরুণীর চেয়ে কোন অংশে কম নয় তারুণ্য দীপ্ত ৫১ বছর বয়সী এই অভিনেত্রী। গত ১৫ মে ছিল তার জন্মদিন। অভিনেত্রী সম্প্রতি বেশ জমকালো আয়োজনেই পালন করলেন তার ৫১তম জন্মদিন।

ওইদিন মাধুরী পরেছিলেন রয়্যাল ব্লু শাড়ি। ভি নেকের ব্লাউজ জুড়ে ছিল ফুলেল অ্যাপ্লিক। শাড়ির সৌন্দর্য বহুগুণে বাড়িছে গলার ঝলমলে নেকলেস। কুন্দনের পলকি নেকলেসটি মহেশ নটান্ডাস ব্র্যান্ডের। হাতে পরেছিলেন ছিমছাম বালা ও আংটি। মেকআপেও ছিলেন স্নিগ্ধ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি