ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বড় আকর্ষণ স্বর্ণ পাম

আজ পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১৯ মে ২০১৮

আজ পর্দা নামছে দক্ষিণ ফ্রান্সের কান শহরের সাগরপাড়ে অনুষ্ঠিত ৭১তম কান চলচ্চিত্র উৎসবের। বরাবরের মতো এবারের আসরেও লালগালিচা মাড়িয়েছেন হলিউড, বলিউডসহ বিশ্বের জনপ্রিয় তারকারা।

বিশেষ করে নায়িকাদের পোশাকের বাহারে বৃদ্ধি পেয়েছে কানের জৌলুস। বিখ্যাত সব ডিজাইনারের তৈরি চোখ ধাঁধানো পোশাকে উপস্থিত হয়েছেন হলিউড বলিউড নায়িকারা। প্রায় সব প্রিমিয়ার অনুষ্ঠানে তাদের ঝলমলে উপস্থিতি উৎসবের জৌলুস বাড়িয়েছে শতগুণ।

এদিকে উৎসবের বড় আকর্ষণ স্বর্ণ পামের লড়াইয়ে ১৪ দেশের ২১টি চলচ্চিত্র এসে দাঁড়িয়েছে শেষ মঞ্চে। এ মুহুর্তে দক্ষিণ ফ্রান্সের শহর কানে এখন কান পাতলে একটাই প্রশ্ন শোনা যাচ্ছে, কার ভাগ্যে আছে স্বর্ণপাম? চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি কার ঘরে যাবে সেদিকে তাকিয়ে আছে তামাম দুনিয়া।

উৎসবের শেষ দিন অর্থাৎ আজ সমাপনী উৎসব ও পুরস্কার বিতরণী শেষে টেরি গিলিয়াম পরিচালিত ‘দ্য ম্যান হু কিলড ডন কোয়াইজোট’ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে ৭১তম কান উৎসবের পর্দা নামবে।

উল্লেখ্য, এবারের কান উৎসবে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, উৎসব চলাকালীন নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে কানে পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রবেশের মূল ফটকের সামনে প্রতিবাদ করেন ৮২ জন নারী।

বিশ্ব চলচ্চিত্রের এ বড় আসরের ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন প্রতিবাদমুখর হয়ে ওঠে। গত বছর থেকে হলিউডে একের পর এক যৌন হয়রানির তথ্য বেরিয়ে আসাতেই ‘মি টু’ এবং ‘টাইমস আপ’ আন্দোলনের ছোঁয়া লাগল এবারের কানেও।

চলচ্চিত্রের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ৮২ জন নারী এ প্রতিবাদে যোগ দেন। এ প্রতিবাদে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট। তাকে সঙ্গ দিয়েছেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট, জেন ফন্ডা, সালমা হায়েক, মারিয়ন কঁতিয়ারসহ আরও অনেক তারকা।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি