ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বিজ্ঞাপনের মডেল বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

রমজান মাস এলে শবনম বুবলীর ব্যস্ততা বেড়ে যায়। রমজানেই প্রথম ছবি সই করেছিলেন হালের জনপ্রিয় এই নায়িকা। রমজানেই ছবির শুটিংয়ে ডেব্যু হয়েছিল তার। আর রমজান এলে তার ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ।
এবারও যখন আশিকুর রহমানের ‘সুপার হিরো’নামে নতুন ছবির কাজ করছেন ঠিক তখনই চলে এসেছে রমজান মাস।  এরইমধ্যে আরও একটি বিজ্ঞাপনের অফারও পেয়েছেন তিনি।  
এ প্রসঙ্গে বুবলী বলেন, প্রথমবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর বেশ সাড়া পেয়েছি। আবারো বিজ্ঞাপনে আমাকে দর্শক দেখতে পাবেন। তবে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আর পণ্যের বিষয়টি ব্যাটে বলে মিললেই কাজটি করব। প্রথম বিজ্ঞাপনটি প্রচারের পর নতুন কাজের প্রস্তাব পেয়েছি। সব মিলে গেলে কবে কাজ শুরু করতে পারব তা কিছুদিন পর জানাব।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি