ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কান চলচ্চিত্র উৎসব

সেরা সিনেমা ‘শপ লিফটারস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২০ মে ২০১৮

৭১তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে জাপানি চলচ্চিত্র ‘শপ লিফটারস’।
শনিবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের সংক্ষিপ্ত তালিকা থেকে জাপানি পরিচালক হিরোকাজু কোরি-এদার এই সিনেমাটিই বেছে নেন বিচারকরা।
যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সংগঠন ক্লু ক্লাক্স ক্লান-এ একজন কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তার অনুপ্রবেশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ব্ল্যাককেক্লানসম্যান’ পেয়েছে রানার-আপ পুরস্কার, গ্রান্ড প্রিক্স।
এছাড়া সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন পাওয়েল পাউলোকস্কি (কোল্ড ওয়ার, পোল্যান্ড), সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন জাফর পানাহি ও নাদের সায়েভার (থ্রি ফেসেস, ইরান) এবং অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ লাজ্জারো, ইতালি)।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সামাল ইয়েসলিয়ামোভা (আইকা, কাজাখস্তান), সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্সেলো ফন্তে (ডগম্যান, ইতালি)।

সূত্র : দি গার্ডিয়ান

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি