ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিডিও

মুক্তির পরেই ঝড় তুলেছে রেস থ্রির গান ‘হিরিয়ে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২০ মে ২০১৮ | আপডেট: ১১:০৮, ২০ মে ২০১৮

Ekushey Television Ltd.

‘রেস ৩’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সাড়া পড়েছে শোবিজ ওয়াল্র্ডে। এবার মুক্তি পেল সিনেমার একটি গান ‘হিরিয়ে’।
মুক্তির পরেই ঝড় তুলেছে গানটি। শুক্রবার গানটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত ৯১ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সালমান-জ্যাকলিনের এই ডান্স নাম্বার।
সালমান খান নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন গানের ভিডিও। সেই পোস্টের নিচেও ছয় হাজারের ওপরে কমেন্ট জমা পড়েছে।
প্রায় তিন মিনিটের এই গানটিতে সুর দিয়েছেন মনমীত সিংহ ও হরমীত সিংহ। গানের কথা কুমারের। গানটিতে জ্যাকলিন দেখিয়েছেন পোল ডান্স-এর আকর্ষণীয় ‘মুভ’। পাশাপাশি সালমান ছিলেন নিজের চেনা নাচের ছন্দেই।
রেস ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে সাফল্য এনেছিল। তিন নম্বরটিতে রয়েছেন বলিউডের ‘ভাইজান’।

সূত্র : এবেলা

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি