ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শুভশ্রীকে কোলে নিয়ে হাঁটলেন রাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২০ মে ২০১৮

বিয়ের পর বর্ধমানের বাড়িতে প্রথম পা রাখলেন মেয়ে-জামাই। বৃহস্পতিবার রাত আটটায় বর্ধমানের বাড়িতে পৌঁছান তারা। জামাই রাজের পছন্দ অনুযায়ি তাই বাড়ি সাজিয়েছিলেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
রীতি মেনেই মেয়ে-জামাইকে বরণ করেন শুভশ্রীর মা বীণা গঙ্গেপাধ্যায়। সেলেব্রিটি হলেও রাজ-শুভশ্রী নাকি খুঁটিনাটি সমস্ত আচারই হাসিমুখে পালন করেছেন। জামাইয়ের পছন্দের মেনুও নিজের হাতে রান্না করেন বীণা।
শুক্রবার সকালে কিছু ধর্মীয় রীতি ছিল শুভশ্রীর বাবার বাড়ির। সেই রীতি মেনে বাড়ির পাশের একটি পুকুরে যান দু’জনে।
এই পুকুরে থালা নিয়ে কিছুক্ষণ লুকোচুরি খেলা হয় তাদের। তারপর নিয়ম মেনে পুকুর ঘাট থেকে কোলে করে শুভশ্রীকে কিছু রাস্তা নিয়ে আসেন রাজ।
শুক্রবার সন্ধ্যায় ২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ছিল। খাবারের বিভিন্ন মেন্যুর পাশাপাশি ছিল বাজি প্রদর্শনী। কারণ, ছোটবেলা থেকেই শুভশ্রীর নাকি বাজির খুব শখ।
সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি