ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নায়িকাদের পাল্লায় পড়ে নাচলেন ব্রেট লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২০ মে ২০১৮

চার কন্যের গল্প ‘ভিরে ডি ওয়েডিং’সিনেমাটি মুক্তি পাবে আগামী জুন। তার আগে আইপিএল নিয়ে আড্ডা দিতে স্টুডিওয় উপস্থিত হন চার নায়িকা। সেখানে নায়িকাদের পাল্লায় পড়ে নেচে উঠলেন ব্রেট লি।

এদিকে বিয়ের পর পুরোদমে সিনেমার প্রচারে নেমে পড়েছেন সোনম কাপূর।

উল্লেখ্য, অনিল কাপুর কন্যা রিয়া কাপুর ও জিতেন্দ্র কন্যা একতা কাপুর যৌথভাবে প্রযোজনা করছেন ‘ভিরে ডি ওয়েডিং’ নামের এ সিনেমাটি। এতে একসঙ্গে অভিনয় করেছেন বলিউডের দুই হেভিওয়েট অভিনেত্রী কারিনা কাপুর খান ও সোনম কাপুর। তাদের সঙ্গে রয়েছেন আরেক প্রশংসিত অভিনেত্রী সারা ভাস্কর ও উঠতি তারকা শিখা তালসানিয়া।

সিনেমাটির চিত্রনাট্যে বিনোদনের মোড়কে সমকালীন ভারতীয় নারীদের আত্মানুসন্ধানের কথা তুলে ধরা হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি