ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’

কোন কর্তন ছাড়াই ছাড়পত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’। গত ১০ মে মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমা পড়ে সিনেমাটি। উত্তম আকাশ পরিচালিত সিনেমাটি রবিবার সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে বোর্ড এটিকে ছাড়পত্র দেওয়ার অনুমতি দেয়।
জানা গেছে, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ সিনেমাটিতে কোনো রকম অসঙ্গতি পাওয়া যায়নি। তাই সেন্সর কমিটি সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়। কয়েকটি কার্যদিবসের মধ্যেই ছাড়পত্র ইস্যু করে সংশ্লিষ্টদের দেওয়া হবে।
‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ সিনেমাতে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।
শোনা যাচ্ছে, আগামী ঈদে দেশব্যাপী মুক্তি দেয়া হবে রোমান্টিক ও কমেডি গল্পের এই সিনেমাটি। গত সপ্তাহে সিনেমাটির টাইটেল গান প্রকাশ হয়। যা ইতিমেধ্য ব্যপাক সাড়া ফেলেছে।

টাইটেল গানটির ভিডিও :

টিজার ভিডিও :


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি