ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নকল রণবীর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খলজি রূপে রণবীর সিংয়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সবাই। যারা রণবীরকে এই রূপে দেখেছেন তারা তো খলজি বলতে এখন বোধহয় শুধু রণবীরকেই চেনেন। খোদ বলিউড বাদশা শাহরুখও এমনটাই বলেছেন।
তবে আলাউদ্দিন খলজি রূপে যদি অন্যকেউ আপনার সামনে হাজির হয় তাহলে কেমন হবে? ভাবতেই পারছেন না তো। এবার রণবীরের আলাউদ্দিন খলজির রূপ ধরেছেন টেলিভিশন তারকা রবি দুবে। ‘সবসে স্মার্ট কৌন’ নামে একটি টেলিভিশন শো’র সঞ্চালনা করছেন তিনি। তারই বিজ্ঞপনে তিনি আলাউদ্দিন খলজি রূপে উপস্থিত হলেন।
যদিও এই ভিডিওটি আচমকা দেখলে আপনি তাকে রণবীর বলে ভুল করবেন। আচমকা দেখলে আপনার মনে হবে আপনি বোধহয় ‘পদ্মাবত’র কোনও দৃশ্য দেখছেন। আর সেখানে অভিনয় করছেন রণবীর সিং। কিন্তু না এটি ‘পদ্মাবত’র দৃশ্য নয়, আর এখানে খলজি রণবীরও নন। তিনি টেলিভিশন তারকা রবি দুবে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি