ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাজ পাচ্ছেন না দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

হাতে কোন কাজ নেই অভিনেত্রী দীপিকা পাডুকোনের। যদিও সেটা রণবীরের সঙ্গে বিয়ের জন্য বা তার কাঁধে চোটের জন্য নয়। বরং তার কারণ অন্য। পদ্মাবত-এর সাফল্যের পরেও এরকম শোচনীয় অবস্থা কেন- এ প্রশ্ন অনেকেরই।

যদিও দুরাবস্থায় নেই দীপিকা, বরং খুব খুঁতখুঁতে হয়ে পড়েছেন নায়িকা। এখনও মন মতো কোন চিত্রনাট্য খুঁজেই পাচ্ছেন না তিনি। তার মতে, এখন তিনি নারীকেন্দ্রিক কোন সিনেমা করতে আগ্রহী, যেখানে নায়কের চরিত্রটা যেন তার চরিত্রকে ছাঁপিয়ে না যায়।

যদিও দীপিকার এই সিদ্ধান্ত অনেকেই ভিন্ন ভাবে দেখছেন। তাদের অভিযোগ, এর জন্য পরোক্ষভাবে পরিচালক সঞ্জয়লীলা বনসালী এবং অভিনেতা রণবীর সিংই দায়ী। কারণ তাদের শেষ সিনেমার নাম পদ্মাবত হলেও সিনেমার মধ্যে দাপট দেখিয়েছেন তার বর্তমান বয়ফ্রেন্ড। ফলে রণবীরকে ছাপিয়ে যেতে পারেননি দিপীকাও।

এর পরেই নায়িকার এই সিদ্ধান্ত। যদিও এর জেরে দুজনের ব্যক্তিগত সম্পর্কে একদমই চিড় ধড়েনি। অন্যদিকে জোড় গুঞ্জন চলছে এবছরেই ‘সাত পাকে বাঁধা’ পড়তে চলেছেন বলিপাড়ার এই লাভ বার্ডস।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি