ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতায় ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন ববিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতার ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতাকে আজীবন সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ববিতাকে এই সম্মাননা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

সম্মাননা প্রসঙ্গে ববিতা বলেন, এই আজীবন সম্মাননা আন্তর্জাতিক অঙ্গনের এক বিরাট স্বীকৃতি। বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকেই এবার নির্বাচিত করেছেন এই সম্মাননায় ভূষিত করার জন্য। আমার অভিনিত ‘অশনি সংকেত’ আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক স্বীকৃতি এনে দিয়েছিল। এই সম্মাননাটি যেন আমার জীবনে ‘অশনি সংকেত’-এর ভূমিকা আরও পরিপূর্ণ করে তুলেছে।

প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। যে চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৭৩ সালের ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে অভিনয় করেই বাংলাদেশের নায়িকাদের মধ্যে তিনি এক অন্যরকম উচ্চতায় পৌঁছে যান। কারণ অস্কার বিজয়ী নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করা দারুণ সৌভাগ্যের ব্যাপার। সেই সময়ই ভারত থেকে বিএফজে, ভারত প্রসার সমিতিসহ আরও কয়েকটি পুরস্কার লাভ করেন ববিতা। ‘অশনি সংকেত’ মুক্তির ৪৫ বছর পর নন্দিত এ নায়িকাকে ভারত থেকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২ জুন বিকাল ৫টায় কলকাতার নজরুল মঞ্চে ববিতার হাতে টেলি-সিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। এদিকে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ পেতে যাচ্ছেন ববিতা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি