ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

নচিকেতার সুরে গান নিয়ে আসছে শাওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ২১ মে ২০১৮

মেহের আফরোজ শাওন। অভিনেত্রী, নির্মাতা এবং গায়িকা। তিন পরিচয়েই তিনি পরিচিত। ঈদের পরই ওপার বাংলার জীবনমুখী গানের শিল্পী নচিকেতার সুরে একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

জুলফিকার রাসেলের কথায় টুনাই দেবাশীষের সঙ্গীতায়োজনে ‘ইলশে গুঁড়ি’ গানটি নচিকেতার সুরে প্রথমবারের মতো গেয়েছেন শাওন।

নচিকেতার সুরে গান গাওয়া প্রসঙ্গে শাওন বলেন, ‘নচিকেতা দাদার সুর নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নেই। সুরটি প্রথমে শুনেই আমার মনে ধরে যায়। আমার জন্য লেখা এত চমৎকার একটি গানের সুর নচিকেতা দাদা করেছেন, এটা আমার জন্য সৌভাগ্যের। আমি গানটি গেয়ে তৃপ্ত। শ্রোতাদের ভালো লাগবে আশা করছি। আসছে ঈদের পর এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।

এদিকে শাওন শিগগিরই হাসিবুর রেজা কল্লোলের নতুন সিনেমাতে গান করবেন। এরই মধ্যে তিনি জয়ের কথায় ও শানের সুর সঙ্গীতে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী’ সিনেমাতে গান গেয়েছেন।

অপরদিকে ‘বোতল ভূত’ নামের একটি পাঁচ পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি। এটি আসছে ঈদে দুরন্ত টিভিতে প্রচার হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি