ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

বেশ ভালো সময় অতিবাহিত করছেন বলিউডের অন্যতম সেরা নায়িকা ক্যাটরিনা কাইফ। এক কথায় ‘ক্যাটের বৃহস্পতি তুঙ্গে’। কিছুদিন আগে টাইগার জিন্দা হে সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করে চমকে দেখিয়েছেন তিনি। এবার ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে ঋত্বিকের বিপরীতে অভিনয় করবেন ক্যাট।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ঋত্বিক রোশনের জন্মদিনে বাবা রাকেশ রোশন ‘কৃষ ফোর’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন। তখন জানানো হয় সিনেমাটি ২০২০ সালে বড়দিন উপলক্ষে মুক্তি পাবে। একই সঙ্গে খুব শিগগিরই এর শুটিংও শুরু হবে। তবে এতে ঋতিকের বিপরীতে কে অভিনয় করবেন তা এতদিন জানানো হয়নি। এর আগে ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’তে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু ক্যাটরিনা এবারই প্রথম এই সুপারহিরো সিরিজে যুক্ত হচ্ছেন।

পরিচালকের কথায়, শুরু থেকেই প্রিয়াঙ্কার চরিত্রটি সিনেমাতে রয়েছে। তবে তা আরও উন্নত করতে হবে। যদি সিনেমাতে আরেকজন নায়িকা থাকে তাহলে স্ট্ক্রিপ্টে নতুন করে পরিবর্তন আনা প্রয়োজন। এটি দেখে ভালো লাগবে যে, দু’জনের চরিত্র সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০০৩ সালে মুক্তি পায় ঋত্বিক রোশন ও প্রীতি জিনতা অভিনীত ‘কই মিল গায়া’। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর ২০০৬ সালে নির্মিত হয় এর সিক্যুয়াল ‘কৃষ’।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি