ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলিয়ায় মজেছেন রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি এমন গুঞ্জন শুরু হয়েছে। রণবীর-আলিয়ার সম্পর্কের গুঞ্জন আরও আলোচনায় আসে সোনাম কাপুরের রিসেপশনে। ওইদিন রণবীর কাপুরের সঙ্গে অনিল কন্যার রিসেপশনে হাজির হন আলিয়া ভাট।

সোনাম কাপুরের রিসেপশনে রণবীরের সঙ্গে যখন আলিয়া হাজির হন, সেই ছবি দেখে ভক্তদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়। এরপরই ‘আপ কি আদালত’-এ রণবীরকে নিয়ে প্রশ্ন করা হয়। রণবীরের নাম শুনেই লাল হয়ে যায় আলিয়ার গাল এবং সেখানে তিনি মজা করে বলেন, রণবীরের নাম শুনে হাসি পাচ্ছে তার। প্রথমে সেই হাসি বন্ধ করতে হবে। তারপর অন্য প্রশ্নের উত্তর দেবেন।

আলিয়ার পর রণবীরকেও সেই একই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সংবাদমাধ্যমের প্রশ্নের সামনে রণবীর বলেন, আলিয়ার উপর তার ‘বয়ক্রাস’ রয়েছে। অর্থাৎ রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শুরু হয়, তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান রণবীর।

আলিয়া ভাটও অকপটে স্বীকার করেছেন, তিনি রণবীর কাপুরকে পছন্দ করেন। এমনকি এই বলিউড সুন্দরী রণবীরকে বিয়েও করতে চান। আর এ কথাও তিনি জানিয়েছেন। কিন্তু এ ব্যাপারে রণবীর কখনও কিছু বলেননি। এবার মনে হচ্ছে, আলিয়ার জন্য এই বলিউড তারকার হৃদয় গলেছে। এই বলিউড সুন্দরীকে মন দিয়ে ফেলেছেন রণবীর। এমনকি নিজের ভালোবাসার কথা খোলাখুলি জানালেন বলিউডের এই তারকা।

আলিয়া ভাট আর রণবীর কাপুর এখন ব্যস্ত তাদের আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমাতে প্রথম তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। আর আলিয়া জানিয়েছেন, এই সিনেমার মধ্য দিয়ে রণবীরের সঙ্গে তার কাজ করার স্বপ্ন পূরণ হয়েছে। সিনেমার শুটিংয়ে আলিয়া আর রণবীরের সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠ হয়েছে বলে জোর গুঞ্জন উঠেছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি