ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজকীয় বিয়েতে প্রিয়াঙ্কার পায়ের জুতার দাম কত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়েতে গিয়েছিলেন হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। রাজ বাড়ির বিয়েতে প্রিয়াঙ্কা হাজির হয়েছিলেন মেগানের বন্ধু হিসেবে। কিন্তু, হ্যারি এবং মেগানের বিয়েতে প্রিয়াঙ্কা যে জুতাটি পরেছিলেন, তারা দাম কত জানেন?
রাজকীয় বিয়েতে প্রিয়াঙ্কা যে জুতা পরে হাজির হয়েছিলেন, তার দাম নাকি প্রায় ১.৪০ লাখ টাকা।
এদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশে এসেছেন তিনি।
সোমবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থিরচিত্রটির ক্যাপশনে তিনি লিখেন, বিশ্বের যত্ন প্রয়োজন। আমাদের যত্ন নিতে হবে।
যুক্তরাজ্যে যুবরাজ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাংলাদেশ সফরে এসেছেন তিনি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি