ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনমের বিয়েতে কন্ডোম সংস্থার শুভেচ্ছা ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

সোনম কাপূর ও আনন্দ আহুজার বিয়ে হয়েছে গত ৮ মে। সেই সেলিব্রেশনে মেতে উঠেছিল পুরো ভারত। যাতে অংশ নিয়েছিল আন্তর্জাতিক কন্ডোম নির্মাতা সংস্থা ডিউরেক্স। তাদের নিজস্ব টুইটার হ্যান্ডলে তারা শুভেচ্ছা জানিয়েছিল নববধূকে। সেই টুইট ভাইরাল হয়ে গেছে।
ডিউরেক্স-এর ওই বার্তায় শুভেচ্ছায় মিশে ছিল বুদ্ধিদীপ্ত রসবোধ।  তাই এই টুইট মন জিতে নিয়েছে সকলের।
ডিউরেক্সের শুভেচ্ছা বার্তাটি কিন্তু খুব লম্বা নয়। অনেক ছোট্ট। ‘উই হ্যাভ গট ইউ কভারড’। সঙ্গে ছোট্ট স্মাইলি। এই উইশে মিশে রয়েছে ‘পান’-এর অব্যর্থ প্রয়োগ। আমরা তোমাদের ‘কভার’ করব অর্থাৎ তোমাদের ‘সুরক্ষা’ দেব। বুঝতে অসুবিধে হয় না, নিজেদের ব্র্যান্ড-এর প্রচারটাও এই শুভেচ্ছা বার্তার মধ্যে লুকিয়ে রেখেছে ডিউরেক্স।
বিরুষ্কার বিয়েতেও এমনই একটা অসম্ভব বুদ্ধিদীপ্ত শুভেচ্ছা বার্তা টুইট করেছিল ডিউরেক্স। বিরাট কোহলি ও আনুশকাকে শুভেচ্ছা জানিয়ে তারা লিখেছিল, ‘তোমাদের মধ্যে যেন কিছুই না আসতে পারে, কেবল ডিউরেক্স ছাড়া।’
সেই অনবদ্য ‘পানিং’-এর ঝলক আবার দেখা গেল সোনম-আনন্দের বিয়েতে।

সূত্র : এবেলা

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি