ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চঞ্চলের ‘হাটফেল ফয়েজের’ টিজার প্রকাশ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ২১ মে ২০১৮ | আপডেট: ২৩:৫৭, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

রোজার ঈদে আসছে চঞ্চল চৌধুরীর নাটক ‘হাটফেল ফয়েজ’। বৃন্দাবন দাসের রচনায় ঈদের দিন থেকে সাত পর্বের নাটকটি একটি বেসরকারী টেলিভিশনে টানা সাতদিন প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মিলন ভট্টাচার্য।   

মিলন ভট্টাচার্য বলেন, ‘এটি গ্রামের সাধারণ মানুষদের জীবন যাত্রা নিয়ে নির্মিত একটি নাটক। পুরো নাটকটি পুবাইলে শুট করা হয়েছে। শুটিং হয়েছে এ মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত।’

নাটকে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, অপর্ণা ঘোষ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, আহসানুল হক, শিখা মৌসহ আরও অনেকে। নাটকের একটি চরিত্রে নির্মাতা মিলন ভট্টাচার্যও অভিনয় করেছেন।

অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘আমি মূলত অভিনয় করি না, তবুও কেন যেন এ নাটকে অভিনয় করতে মন চাইল তাই করলাম।’

ইতিমধ্যে নাটকটির একটি টিজার প্রকাশ করা হয়েছে।       

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি