ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ইটিভির ‘আমার অ্যালবাম’এ আজ আসছেন সঙ্গীত শিল্পী বিউটি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ২২ মে ২০১৮ | আপডেট: ১৭:৫১, ২২ মে ২০১৮

গান সবাই ভালোবাসেন। অনেকে গানের মাঝে সুখ খুঁজে পান। মানুষকে গানের মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য জনপ্রিয় কিছু গান নিয়ে আজ রাত ১০টায় একুশে টিভির পর্দায় হাজির হচেছন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিউটি।     

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রঞ্জন মল্লিক। তিনি বলেন, বিউটি বাংলাদেশের একজন খ্যাতিমান কণ্ঠ শিল্পী। তিনি আজ মঙ্গলবার রাত ১০টায় ইটিভিতে গান পরিবেশন করবেন। তার একক অ্যালবামের ৬টি জনপ্রিয় গান দর্শকদের শোনাবেন।    

‘আমার অ্যালবাম’ গানের অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে প্রচার হয় প্রতি মঙ্গলবার রাত ১০টায়। এ অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির আজ ৫৬তম পর্ব প্রচারিত হবে।    

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি