ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দহন’-এ নেই বাঁধন!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ২২ মে ২০১৮ | আপডেট: ১৮:৩৩, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

‘দহন’ ছবির জন্য নিজেকে বেশ প্রস্তুত করেছিলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গেল ৩০ এপ্রিল এ ছবির অন্যতম নায়িকা হিসেবে বাঁধনের নাম ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিন্তু মাস না ঘুরতেই জানা গেল জাজের এই ছবিতে কাজ করছেন না বাঁধন।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘এই সিনেমার জন্য আমি লম্বা সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছি। ঈদের সময় টিভি নাটকের অনেক কাজ থাকে। কিন্তু আমি এসবে নিজেকে যুক্ত করিনি ছবিটির জন্য। কিন্তু ছবির সিডিউল পেছানোয় আমি আটকে গেছি। মিডিয়ার কোনও কাজ নয়, ব্যক্তিগত কারণে আমি ছবিটির শুটিং ওই সময়ে করতে পারবো না। বিষয়টি আজিজ (প্রযোজক) ভাইকে বলার পর তিনি মানবিক কারণটিই প্রাধান্য দিয়েছেন। তাই জাজের নতুন এ ছবিটিতে আমাকে পাওয়া যাবে না। আমি জাজের সঙ্গে ছিলাম, এখনও আছি। ভবিষ্যতে তাদের নতুন ছবিতে হয়তো আমাকে দেখা যাবে।’’   

এ বিষয়ে জাজ মাল্টি মিডিয়া জানায়, ‘‘১০ মে থেকে ছবিটির কাজ করার কথা থাকলেও আমরা ১৭ মে থেকে অনুমতি পেয়েছি। তাই শুটিং তারিখ পেছাতে হয়েছে। এদিকে ৫ জুনের পর বাঁধনের ব্যক্তিগত কাজ আছে বিধায়, ‘দহন’ সিনেমাটি তিনি করতে পারছেন না।’’

‘দহন’-এ আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ, পূজা চেরি ও নবাগত রাজঋতু। এটি পরিচালনা করবেন রায়হান রাফি। যিনি ‘পোড়ামন- টু’ ছবিটি নির্মাণ করেছেন। এই ছবি এখন মুক্তির অপেক্ষায়।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি