ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনিল পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৭, ২৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

ভাই বোনের দ্বন্দ্ব। তাও আবার খোদ কাপুর পরিবারে। যা নিয়ে বলিউড টাউনে শুরু হয়েছে নতুন গুঞ্জন। যদিও বিষয়টি এখানেই থেমে নেই, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।
আসলে অভিনেত্রী সোনম কাপুরের সিনেমা ‘বীরে দি ওয়েডিং’ মুক্তি পেতে যাচ্ছে পহেলা জুন। অন্যদিকে আবার তার ভাই অভিনেতা হর্ষবর্ধন কাপুরের দ্বিতীয় সিনেমা ‘ভাবেশ যোশী সুপারহিরো’ও মুক্তি পেতে যাচ্ছে একই দিনে। যার কারণে বক্স অফিসে লাগতে পারে বড় ধরণের প্রতিদ্বিন্দ্বিতা। যদিও এতে ব্যক্তিগত সম্পর্কে একচুলও চিড় ধড়েনি। তবে ক্যারিয়ারের খাতিরে দুজন যে কেউ কাউকে ছাড় দিতে নারাজ তা বোঝাই যাচ্ছে।

একটি সাক্ষাৎকারে হর্ষবর্ধন বলেছেন, ‘পরিকল্পিক ভাবে, আবেগশূণ্য ভাবে এই পদক্ষেপ নিতে হয়েছে। যদিও ২ মে সিনেমার ট্রেলার মুক্তির পর আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে এই তারিখটা চূড়ান্ত করি। কারণ আমরা চাইনি ২৫ মে সিনেমাটি মুক্তি পাক। কারণ ওই দিন জন আব্রাহামে অভিনীত সিনেমা পরমাণু মুক্তি পাচ্ছে। যদিও এখনও সিনেমাটি আইনি জটিলতায় আটকে আছে। অন্যদিকে আবার আইপিএল চলছে। সেটা শেষ হবে ২৭ তারিখ। ফলে সবকিছু ভেবেচিন্তেই এই দিনটি চুড়ান্ত করা হয়েছে৷’
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি