ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আগেই সন্তানসম্ভবা নেহা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র কয়েকদিন হলো অঙ্গদ বেদির সঙ্গে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। চুপিচুপি বিয়ে সারার পর মধুচন্দ্রিমার জন্য মার্কিন মুলুকে উড়ে যান প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে এবং বউমা। মধুচন্দ্রিমা সেরে ফেরার পর নেহা এবং অঙ্গদের ঝলমলে রিসেপশন হবে বলেও শোনা যায়। কিন্তু, এসবের মধ্যেই নেহা-অঙ্গদের বিয়ে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
জানা গেছে, নেহা ধুপিয়া নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই নাকি অঙ্গদের সঙ্গে চুপিসাড়ে বিয়ে সেরে নেন প্রাক্তন এই মিস ইন্ডিয়া। যদিও, বিষয়টি নিয়ে যথেষ্ঠ ধোঁয়াসা রয়েছে। অঙ্গদ এবং নেহাও বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
প্রসঙ্গত, নোরা ফতেহির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল অভিনেতা অঙ্গদ বেদির। কিন্তু, নোরার সঙ্গে বিচ্ছেদের পরই নেহার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অঙ্গদ। এরপরই নাকি অঙ্গদ-নেহা একসঙ্গে বসবাসও শুরু করেন। বলিউডের এই তারাকা জুটি লিভ ইন শুরু করার কিছুদিনের মধ্যেই তারা বিয়েও সেরে ফেলেন।
শোনা যাচ্ছে, নেহা অন্তস্বত্তা হয়ে পড়ার জন্যই নাকি চটজলদি বিয়ে সেরে ফেলেন তারা। পাশাপাশি, নেহা সঙ্গে অল্প কয়েকদিন লিভ ইন সম্পর্ক থাকলেও, তারা নাকি বেশ কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে বসবাস শুরু করেছেন। শোনা যায়, এমন গুঞ্জনও।
এদিকে সোনাম কাপুরের বিয়ের পরও শোনা যায়, অনিল কন্যা নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই নাকি শ্রীদেবীর মৃত্যুর পর মাত্র ১০ সপ্তাহ পরেই তড়িঘড়ি আনন্দ আহুজার ঘরণী হয়ে যান সোনাম কাপুর।
সূত্র : জি নিউজ
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি