ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুটবল উন্মাদনায় তিন তারকার ‘ফেয়ার প্লে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

আসছে রমজানের ঈদে দর্শকের জন্য নুসরাত ইমরোজ তিশা সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। নাটকের নাম ‘ফেয়ার প্লে’। এখানে তার বিপরীতে অভিনয় করবেন জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী। নাটকের গল্প লিখেছেন পলাশ মাহবুব এবং পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

নাটকটি নিয়ে তিশা বলেন, ‘ফেয়ার প্লে’ নামে সাত পর্বের ধারাবাহিক নাটকটি গাবতলীর মধুমিতা মডেল টাউন এলাকায় শুটিং হয়েছে। ২০ মে থেকে এ নাটকের শুটিং শুরু হয়। আমি ২১ মে থেকে এর কাজ শুরু করি।


এখানে ফ্যামিলি ড্রামার বাইরে খেলার একটি বিষয় থাকছে। আশা করি, দর্শক এ কাজটি পছন্দ করবেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ফ্যামিলি ড্রামার নাটক আমাদের দর্শকরা সব সময়ই দেখেন। তবে, এখানে তিশাকে ভিন্ন একটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। এ ছাড়া জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী নাটকে বাড়তি আগ্রহ যোগাতে পারবেন বলে আশা করছি। ২০ মে থেকে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়।

‘ফেয়ার প্লে’ নামে সাত পর্বের ধারাবাহিক নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, রুনা খান, শাহেদ আলী সুজনসহ অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এটি বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে।


এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি