ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এই বলি তারকাদের প্রথম বিয়ে ভাঙার কারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে। কখনও পেশাগত কারণে, কখনও আবার পরকীয়ায় জড়িয়ে- বলিউড টাউনের অনেক জনপ্রিয় তারকা জুটির সম্পর্কের ইতি হয়েছে। আবার অপর পক্ষের অতিরিক্ত নিয়ন্ত্রণও মন কষাকষির কারণ বলে অভিযোগ করেছেন তারকারা। বলিউড তারকাদের প্রথম বিয়ে ভাঙার কারণ নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন-

ফারহান আখতার-অধুনা ভবানী

বলিউডে রোমান্টিক জুটির মধ্যে এক সময় নাম ছিল ফারহান-অধুনার। পেশায় হেয়ার স্টাইলিস্ট অধুনা ও ফারহানের দুই মেয়েও রয়েছে। ২০১৬ সালে এই জুটি তাদের ১৫ বছরের দাম্পত্যে ইতি টানেন। মিডিয়ার সামনে স্পষ্ট করে কিছু না বললেও শোনা গিয়েছে দু’জনের মানসিকতার অনেক ফারাকই নাকি বিচ্ছেদের অন্যতম কারণ।

সাইফ আলি খান-অমৃতা সিংহ

প্রথাগত ধারণা ভেঙে ১২ বছরের বড় অমৃতাকে বিয়ে করে এক সময় চমকে দিয়েছিলেন সাইফ। কিন্তু, শোনা গিয়েছিল শেষের দিকে তাদের সম্পর্কের বাঁধন তেমন মজবুত ছিল না। মিডিয়ায় গুঞ্জন, অমৃতার অতিরিক্ত নিয়ন্ত্রণ, পাশাপাশি এক বিদেশি মডেলের সঙ্গে সাইফের সম্পর্ক ইত্যাদি নানা কারণে সাইফ-অমৃতার ১৩ বছরের সম্পর্কে ভাঙন ধরে।

আমির খান-রীনা দত্ত

ভালোবাসার সম্পর্ক ১৯৮৬ সালে পরিণতি পায়। কিন্তু, ২০০২ সালে বিচ্ছেদ হয়ে যায় এই জুটির। শোনা যায়, ’মিস্টার পারফেকশনিস্ট’-এর সঙ্গে নাকি মতের মিল হচ্ছিল না রীনার। তা ছাড়া, কিরণ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠতাও সম্পর্কে ভাঙনের অন্যতম কারণ বলে মনে করা হয়। রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৬ সালে কিরণকে বিয়ে করেন আমির।

বনি কাপূর-মোনা কাপূর

মোনার সঙ্গে সম্পর্কে থাকার সময়েই শ্রীদেবীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বনি। ধীরে ধীরে শ্রীদেবীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার সময়েই মোনার সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। শোনা গিয়েছে, স্ত্রীর সঙ্গে বনির বিচ্ছেদের সময় নাকি শ্রীদেবী গর্ভবতী ছিলেন।

হৃতিক রোশন-সুজান খান

হৃতিক-সুজানের বিবাহবিচ্ছেদ ছিল বলিউড টাউনের সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা। দীর্ঘ দিনের টানাপড়েন কাটিয়ে ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন যুগল। হৃতিকের নানা সম্পর্কে জড়িয়ে পড়া, বিশেষত কঙ্গনা রানাউতের সঙ্গে ঘনিষ্ঠতাও নাকি সম্পর্কে চিড় ধরার অন্যতম কারণ বলে মনে করা হয়। তবে হৃতিক-সুজান কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

অনুরাগ কশ্যপ-কল্কি কোচলিন

‘দেব ডি’-র শুটিংয়ের সময় থেকেই প্রেম। ২০১১ সালে চার হাত এক হয়। তবে, কাগজে কলমে বিচ্ছেদের আগেই নাকি দু’জনে আলাদা থাকা শুরু করেছিলেন। মিডিয়ার সামনে কল্কি বলেছিলেন, তাদের সম্পর্কের কোনও কিছুই নাকি আর ঠিক নেই। কানাঘুষোয় শোনা গিয়েছে, বিচ্ছেদের মূল কারণ নাকি অনুরাগের জীবনে অন্য এক নারীর প্রাধান্য।

আরবাজ খান-মালাইকা অরোরা

আরবাজ-মালাইকার ৪ বছরের প্রেম এবং ১৮ বছরের দাম্পত্য, সাকুল্যে ২২ বছরের সম্পর্কে ছেদ পড়ে ২০১৬ সালে। দু’জনেই জানিয়েছিলেন, পরস্পর মত নিয়েই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে মিডিয়ায় গুঞ্জন, আরবাজের সৎ ভাই অর্জুন কপূরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতাই দু’জনের সম্পর্কের তিক্ততার অন্যতম কারণ।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি