ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টেলিভিশনের পর্দায় নজরুল জয়ন্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ২৫ মে ২০১৮

এটিএন বাংলায় ‘বিদ্রোহী’
জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তার কবিতার অনুপ্রেরণায় নির্মাণ হয়েছে বিশেষ নাটক ‘বিদ্রোহী’। নাটকটি আজ রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে। নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রওনক হাসান, প্রসূন আজাদসহ আরও অনেকে।
চ্যানেল আইতে ‘মায়াবতী’
চ্যানেল আইতে আজ বিকাল ২টা ৪৫ মিনিটে প্রচার হবে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত বিশেষ টেলিছবি ‘মায়াবতী’। গীতালি হাসানের নাট্যরূপে গোলাম হাবিব লিটুর পরিচালনায় এ নাটকে কাজরী চরিত্রে অভিনয় করেছেন হিমি এবং সোলায়মান চরিত্রে নাঈম।
আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শেখ স্বপ্না, শফিক খান দিলু প্রমুখ।
এনটিভিতে ‘আমারে দেবনা ভুলিতে’
এনটিভিতে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে তথ্যমূলক অনুষ্ঠান ‘উদ্দীপন’ এর একটি বিশেষ পর্ব। এবারের পর্বটি হবে নজরুলকে নিয়ে, যার নামকরণ হয়েছে ‘আমারে দেবনা ভুলিতে’। ডেভিট প্রণব দাসের মূল ভাবনায় এর চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী। জয়ন্ত রোজারিওর পরিচালনায় এই ডকুড্রামায় অভিনয় করেছন হাসনাত রিপন, জয় কস্তা, নূসরাত জাহান খান নীপা প্রমুখ।
আরটিভিতে ‘বনের পাপিয়া’
আরটিভিতে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’ প্রচার হবে আজ রাত ৮টায়। কাজী নজরুল ইসলামের মূল গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন শ্রাবণী ফেরদৌস। পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, মাধবী লতা, জাকিয়া প্রমুখ।
বাংলাভিশনে বিশেষ ‘মিউজিক ক্লাব’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’- এর বিশেষ আয়োজনে অতিথি হিসেবে আজ থাকবেন কণ্ঠশিল্পী তানভীর আলম সজীব ও লুইপা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন আঙ্গিকের গান গাওয়ার পাশাপাশি তারা কথা বলবেন তাদের সংগীত জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই বিশেষ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
মাছরাঙা টেলিভিশনে ‘রাক্ষুসী’
মাছরাঙা টেলিভিশনে রাত ৭.৩০ মিনিটে প্রচার হবে নজরুল জয়ন্তীর বিশেষ নাটক ‘রাক্ষুসী’। নাটকটি পরিচালনা করেছেন রকিবুল আলম  রুশো। অভিনয়ে শাহাদাত, শর্মীমালা, নাজিরা মৌ প্রমুখ।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি