ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুভ জন্মদিন মিথিলা

আজও শুটিং-এ ব্যস্ত অভিনেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ২৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

আজ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলার জন্মদিন। এদিনেও শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তবে জন্মদিনে নতুন খবর হচ্ছে- নতুন দু’টি বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শকদের সামনে আসছেন মিথিলা। বর্তমান সময়ের আলোচিত ফ্যাশন ডিজাইনার নাজিয়া হাসান অদিতির স্টুডিও বুটিক ‘অদ্রিয়ানা’র বেশ কয়েকটি পোশাকের মডেল হিসেবে ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।

ঈদে মিথিলার ফটোশুট করা পোশাকগুলো ক্রেতারা ‘অদ্রিয়ানা’তে পাবেন বলে জানান মিথিলা।

এছাড়া শিগগিরই প্রচার হবে মিথিলার করা র‌্যাংগস টোশিবার নতুন আরও একটি বিজ্ঞাপন। এটি নির্মাণ করেছেন সোহাগ। এতে তার বিপরীতে মডেল হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ।
এদিকে আগামী ঈদে নতুন তিনটি নাটকে অভিনয়ে দেখা যাবে মিথিলাকে। এরইমধ্যে দু’টি নাটকের কাজ শেষ করেছেন তিনি। একটি খণ্ড নাটক ইশতিয়াক আহমেদ রুমেলের ‘ভয়েজ ডাউন’ এবং অন্যটি ওয়াসিম সিতারের নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘ডেসটিনেশন ওয়েডিং’।

খণ্ড নাটকটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন এফএস নাঈম এবং ধারাবাহিক নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এ ছাড়া মিথিলা তানিম পারভেজের নির্দেশনায় আরও একটি খণ্ড নাটকে অভিনয় করবেন। এতে তার বিপরীতে থাকবেন মনোজ।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি